শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ইতিহাসের পাতায় নাম লেখাল বেলজিয়াম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ইতিহাসের পাতায় নাম লেখাল বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হ্যারি কেনদের ২-০ গোলে হারাল এডেন হ্যাজার্ডের দল। তৃতীয় হওয়ায় প্রাইজ মানি হিসাবে বেলজিয়াম পাবে ২৪ মিলিয়ন ডলার। আর চতুর্থ স্থান অর্জন করায় ইংল্যান্ড পাবে ২২ মিলিয়ন ডলার।

সেইন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৫৮ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল তারা। অন্যদিকে, বেলজিয়াম ৪২ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল। ইংল্যান্ড টার্গেটে শট নিয়েছে ছয়টি। বেলজিয়াম টার্গেটে শট নিয়েছে চারটি।

এদিন ম্যাচ শুরু হতে না হতেই ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। চতুর্থ মিনিটে গোলটি করেন থমাস মিউনিয়ার। নাসের চাদলির ক্রস থেকে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান মিউনিয়ার।

এরপর ইংল্যান্ড ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বেলজিয়াম। বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে বলতে গেলে নিশ্চিত গোলই বাঁচিয়েছে বেলজিয়াম। গোলরক্ষক কোর্তোয়া পড়ে গিয়েছিলেন। এমন সময় গোলে শট নেন এরিক ডায়ার। কিন্তু গোললাইনের একেবারে সামনে থেকে বল ক্লিয়ার করে দেন আল্ডারওইরেল্ড। ৭৩তম মিনিটে আবারও সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু এবারও ব্যর্থ হয় তারা।

তবে ৮২তম মিনিটে সুযোগ পেয়ে কাজে লাগায় বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনার কাছ থেকে পাস পেয়ে ইংল্যান্ডের ডিফেন্ডারদের কাটিয়ে বল জালে পৌঁছে দেন এডেন হ্যাজার্ড। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

দুইটি দলই ‘জি’ গ্রুপ থেকে উঠে এসেছে। বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। আর ইংল্যান্ড হয়েছিল গ্রুপ রানার আপ। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল বেলজিয়াম।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। সেমিফাইনালের ম্যাচে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে যায় বেলজিয়াম।

অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে তারা। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় ইংলিশরা। ইংল্যান্ড ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। অন্যদিকে, বেলজিয়াম ৩২ বছর বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। সূত্র: ঢাকাটাইমস।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com