বাংলা৭১নিউজ, ডেস্ক: ঐতিহাসিক শততম টেস্ট জয়ে বাংলাদেশের সামনে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
দ্বিতীয় ইনিংসে শেষ দিনে আজ লংকানরা ৩১৯ রানে গুটিয়ে গেলে টাইগাররা এ লক্ষ্য পায়।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথম ইনিংসে শ্রীলংকা করেছিল ৩৩৮ রান। সাকিবের শতকে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৬৭ রান করে ১২৯ রানের লিড নেয়।
জবাবে শ্রীলংকা চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে করে ২৬৮ রান। সুরঙ্গা লাকমাল ১৬ এবং দিলরুয়ান পেরেরা ২৬ রানে অপরাজিত থাকেন।
সেখান থেকেই শেষ দিনের খেলা শুরু করেন তারা। শুরু থেকেই পেরেরা ও লাকমাল টাইগার বোলারদের ওপর চড়াও হন।
তবে নবম উইকেটে ৮০ রানের এই জুটি ভাঙে রানআউটে। মিরাজের করা বল পেরেরা শট লেগে ঠেলে সিঙ্গেল নিতে যায়।
শুভাশিষ রায় সেটি প্রথমে ধরতে না পারলেও মুহূর্তে কুড়িয়ে নন স্টাইকপ্রান্তে থ্রো করেন। মিরাজ সেটি ধরে বেল ভাঙতে একদমই দেরি করেননি।
পেরেরা ১৭৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫০ রান। পরের ওভারেই সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়েন লাকমান। তিনি ৪৮ বলে চার বাউন্ডারিতে করেন ৪২ রান। এর সঙ্গেই স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৩১৯ রানে।
বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে সাকিব ৭৪ রানে ৪ উইকেট নিয়ে সেরা। এছাড়া মোস্তাফিজ ৩টি এবং মিরাজ ও তাইজুল একটি করে উইকেট লাভ করেন।
বাংলা৭১নিউজ/এন