বলিউডের অন্যতম চর্চিত নায়িকাদের একজন উর্বশী রাউতেলা। যার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি। মাঝেমধ্যেই নেটিজেনদের প্রশ্ন আসে, কবে বিয়ে করবেন উর্বশী? এবার সে প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী।
কিন্তু অভিনেত্রী জানিয়েছেন, সহসাই বিয়ে করতে পারবেন না উর্বশী। অন্তত আগামী আড়াই বছরের জন্য বিয়ের পিড়িতে বসা তার জন্য একেবারে নিষেধই বলা যায়।
সামাজিক মাধ্যমে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে নাকি এ উত্তর দিয়েছিলেন উর্বশী। কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা, উত্তরে উর্বশী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেই বিয়ে করার জন্য উপযুক্ত নয়।
অভিনেত্রীর কথায়, ‘এখন আমার কাটনি যোগ চলছে। কাটনি যোগ চলাকালীন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই দশা জারি থাকে। তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।’
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দশা চললে জীবনে নানা ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এমনকি বিয়ের পথেও নানা বাধা তৈরি করতে পারে এই দশা। সেই জন্যই আপাতত বিয়ে থেকে বিরত থাকছেন উর্বশী।
এদিকে ক্রিকেট তারকা ঋষভ পান্থের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশীর। কিন্তু এই গুঞ্জনকে ভুয়া বলে দাবি জানিয়েছিলেন অভিনেত্রী। বরং একে অন্যকে কটাক্ষই করেছেন দু’জনে। ঋষভ ও উর্বশীকে নিয়ে বহু মিমও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
অভিনেত্রী বলেছিলেন, ‘ঋষভ পান্থের সঙ্গে আমার নাম জড়িয়ে যে মিম ছড়ানো হচ্ছে, তা কেবলই গুজব ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করি। কাজই আমার প্রধান লক্ষ্য।’
বাংলা৭১নিউজ/এসএইচ