বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘অপারেশন ঈগল হান্টে’ নিহত চার জঙ্গির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আস্তানা থেকে উদ্ধারের পর আজ দুপুর পৌনে ২টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সকালে সিআইডি ও পুলিশের বোমা নিষ্ক্রিয় বাহিনী আস্তানায় প্রবেশ করে পরীক্ষা-নিরীক্ষা চালায়। লাশ উদ্ধারের সময় সেখান থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ পরিচালিত অভিযানে নব্য জেএমবি নেতা আবুল কালাম আজাদ ওরফে রফিকুল ইসলামসহ ৪ জন নিহত হয়।
সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ সকালে নিহত আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত চার জঙ্গি পরনে একই রঙের কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিবনগর গ্রামে ১৪৪ ধারা বহাল থাকবে।
বাংলা৭১নিউজ/এন