বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসন বণ্টনের বিষয়ে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের বাসায় এ বৈঠক হয়।
বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে আসন বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচনে লড়ব।’
তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস