বাংলা৭১নিউজ, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি গাড়ির ভেতরে অজ্ঞাত (৪২) এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর গলফ ক্লাবের সামনে আশুলিয়া ক্লাসিক পরিবহনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
অন্যদিকে গতকাল রাতে আশুলিয়ার ছয়তলা ও টাকশুর এলাকা থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাতে আশুলিয়া ক্লাসিক পরিবহনের ভেতর অজ্ঞাত ওই ব্যক্তিকে হাত পা বেধে কুপিয়ে হত্যা করে লাশ গাড়ির ভেতর রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সকালে গাড়ির ভেতর ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে গাড়িসহ থানায় নিয়ে যায়।
এদিকে, গাড়ির ভেতরে ওই ব্যক্তিকে খুনের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এঘটনার পর থেকে ক্লাসিক পরিবহনের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। ক্লাসিক গাড়ি নবীনগর থেকে আব্দুল্লাহপুর যাতায়াত করে।
কিকারনে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা খুন করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/জেএস