আশুলিয়ায় একটি নির্জন জায়গা থেকে রাজীব বেপারি (৪২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার সকালে আশুলিয়ার দোসাইদ এলাকার পাশের নির্জন জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয় ওই অটোরিকশা চালকের। নিহত রাজীব আশুলিয়ার বাসাইদ বেপারির ছেলে। রাজীব আশুলিয়া এলাকায় রিকশা চালাতেন।
আশুলিয়া থানার উপ পরিদর্শক বিপুল হোসেন বলেন, মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, সকালে দোসাইদ এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথা ও মুখে ক্ষতচিহ্ন রয়েছে। মরদেহ পাওয়া গেলেও তার সঙ্গে থাকা কোনো টাকা-পয়সা ও তার অটোরিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদ উজ্জ্বল বলেন, রাতের যেকোনো সময় দুর্বৃরা ওই যুবককে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে লাশ দোসাইদ এলাকাযর একটি জায়গায় গাছের সাথে রশি দিয়ে বেঁধে পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এসএস