সোমবার, ০১ জুলাই ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদার করবে কানাডা : মন্ত্রী ভারতে ছিনতাই হওয়া আইফোন ঢাকা থেকে উদ্ধার পরবর্তী জনশুমারি ২০৩১ সালে : পরিকল্পনামন্ত্রী কাশিমপুর কারাগারে পাঠানো হলো গ্যাস বাবুকে পদ্মা সেতু পরিচালনায় হচ্ছে নতুন কোম্পানি বান্দরবানে পাহাড় ধসে রুমার সাথে সড়ক যোগাযোগ বন্ধ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর স‌ঙ্গে গ্রিসের অনাবা‌সিক রাষ্ট্রদূত সাদিক অ্যাগ্রোর সাভারের ফার্মে ১৩টি নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধান বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী তিস্তার কাউনিয়া পয়েন্টে আবারও বিপৎসীমার ওপরে পানি বাণিজ্য সম্পর্ক বাড়াতে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়া হচ্ছে : বাণিজ্য প্রতিমন্ত্রী তিস্তা চুক্তির বিষয়ে মমতাকে ‘হ্যাঁ’ বলাতে হবে : কাদের মাদক আইনের শাস্তি ও জরিমানা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে ৯ দেশে নতুন কূটনৈতিক মিশন হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেওয়া সহজ হলো বিকাশ-এ ট্যানারির বর্জ্যে দূষিত নদীর পানি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সেনাবাহিনী প্রধানের সাথে ভারতীয় নৌ বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বাইডেনের প্রার্থিতা নিয়ে যে অবস্থান তার পরিবারের সদস্যদের

আলুর উৎপাদন খরচ না ওঠায় বিষন্ন বোদার চাষীরা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ২৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় এবারে আলুর আশাতীত ফলন হয়েছে। কিন্তু বাজারে দাম না থাকায় চাষিরা পড়েছে মহাবিপাকে। কৃষকদের আলু উত্তোলন করে পানির দামে বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ না উঠায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। আলু চাষিরা জানান, চলতি বছরেও আলু চাষ করে তাদের লোকসানের কবলে পড়তে হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪৩০ হেক্টর। কিন্তু লক্ষামাত্রা চেয়ে বেশি জমিতে আলু চাষ করা হয়েছে।

উৎপাদনও হয়েছে ভাল। এ বছর বীজ আবহাওয়া অনুকূলে থাকায় এবং বেশি লাভের আশায় কৃষকেরা আলু চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু শীত ও কুয়াশা বেশি হওয়ায় মাঝামাঝি সময়ে আলুর জমিতে লেট ব্লাইট রোগসহ নানা রোগের আক্রান্ত দেখা দেয়। কৃষকরা আলু ক্ষেত রক্ষার জন্য বিভিন্ন কিটনাশক ব্যবহার করেন।

এতে কৃষকদের বাড়তি খরচ হয়েছে একটু বেশি। কিন্তু কৃষকদের মুখে হাসি নেই। কারণ উৎপাদন খরচই উঠছে না। আলু নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অল্প দামেই বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের। বর্তমানে বাজারে আলুর বস্তা (৯০ কেজি) ৪০০টাকা থেকে সর্বেŸাচ ৫০০টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে আলূ চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চোখে সরষে ফুল দেখছেন। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায় অনেকে ধার দেনা করে আলু চাষাবাদ করেছে। এখন তাদের লোকসান গুনতে হচ্ছে।

এতে কৃষকরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছে। গত বছর অনেক কৃষক একটু লাভের আশায় তাদের উৎপাদিত আলু কোল্ড ষ্টোর রাখেন, কিন্তু কোল্ড ষ্টোর এর ভাড়া সহ আলু মুল্য কম হওয়ায় সেখানেও তাদের লোকসান হয়েছে। এবছর তারা কোল্ড ষ্টোরে আলু না রেখে বাজারে কম দামে বিক্রি করে দিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ জানান, আলু উৎপাদন বেশি হওয়ায় বাজারে আলু দাম কমে গেছে। ্আলু উত্তোলন শেষ হলে পরবর্তীতে আলু দাম বাড়লে কৃষকদের আর লোকসান গুন হবে না।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com