বাংলা৭১নিউজ, ডেস্ক: গুলশানের হলি আর্টিজান রেকারিতে হামলার পর নিরাপত্তার অজুহাতে ঢাকা-কলকতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় মঙ্গলবার যাত্রা বাতিল করা হয় বলেও জানায় ভারতীয় গণমাধ্যম।
এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী গুলশানে জঙ্গি হামলার ঘটনার জেরে বাংলাদেশের পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিলের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সেই সঙ্গে দুই দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সপ্তাহে তিনদিন ঢাকা-কলকাতা রুটে চলাচল করে ট্রেনটি। মঙ্গলবারের যাত্রাটি বাতিল হওয়ার কারণে শনিবারের যাত্রা নিয়েও এবার সংশয় দেখা দিয়েছে।
প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী ২ পুলিশ কর্মকর্তা, জাপানি, ইতালি, বাংলাদেশি বংশোদ্ভতু আমেরিকানসহ ১৮ বিদেশি ও ২ বাংলাদেশি এবং ৬ জঙ্গিসহ ২৮ জনের নিহত হন।
বাংলা৭১নিউজ/সিএইস