বাংলাদেশের রিজার্ভের চুরি হওয়া অর্থের আরো ৩৪কোটি টাকা ফেরত দিয়েছেন ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে ৩৪ কোটি টাকার সমপরিমাণ দুইশো মিলিয়ন ফিলিপিনো পেসো জমা দিয়েছেন তিনি। ফিলিপাইন সিনেটের ষষ্ঠ দফা শুনানিতে আজ মানি লন্ডারিং কাউন্সিলকে তিনি এ কথা জানান। এদিকে, আইনি পদ্ধতি অনুসরণ ছাড়া বাংলাদেশের চুরি হওয়া রিজার্ভের টাকা ফিলিপাইন থেকে আনা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তারা জানান, কিম অং যদি বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে টাকা জমা দিত তাহলে ফেরত আনা সহজ হতো। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকা দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে সর্বাত্মক সহযোগিতা করছে ফিলিপাইন সরকার।