বাংলা৭১নিউজ, ঢাকা: জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) শুনানির জন্য আরো দুই মাস সময় চেয়েছেন তার আইনজীবীরা।
মীর কাসেম আলীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, রিভিউ শুনানির প্রস্তুতির জন্য দুই মাসের সময় চেয়ে আবেদন করা হয়েছে। তিনি বলেন, রিভিউ শুনানির জন্য আমাদের প্রস্তুতি নেই। প্রস্তুতি নিতে আমরা সময় আবেদন করেছি।
রোববার প্রকাশিত আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় সময় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।
সোমবারের কার্যতালিকায় দেখা যায়, মীর কাসেমের মামলাটি ‘অ্যাগেনস্ট জাজমেন্ট’ (রায়ের বিরুদ্ধে) হিসেবে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে ৬৩ নম্বরে রয়েছে। এর সঙ্গে সময় আবেদনটিও রয়েছে।
চার বিচারপতির সমন্বয়ে গঠিত এই বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য গত ১৯ জুন আবেদন করেন মীর কাসেম আলী।
পুনর্বিবেচনার এই আবেদন দ্রুত শুনানির জন্য ২১ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে মীর কাসেমের রিভিউ আবেদন শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য করে দেন চেম্বার বিচারপতি।
মীর কাসেমের এই রায়ের রিভিউতে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম