বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

আরইবিতে ডে-কেয়ার সেন্টার চালু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৮১ বার পড়া হয়েছে
আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) শিশুদের সাথে কথা বলছেন।

বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদর দপ্তর ভবনে ডে-কেয়ার সেন্টার চালু হয়েছে।এই কেন্দ্রের মাধ্যমে অফিস চলাকালীন সময়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের দেখা-শোনা ও লালন-পালন করা হবে।সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) এটি চালু থাকবে। এই প্রতিষ্ঠাণে  কর্মরতরা তাদের ৬ বছর বয়স পর্যন্ত সন্তানদের শিশু দিবা-যত্তন কেন্দ্রে রাখতে পারবেন। 

গত ২৫ আগষ্ট আরইবি সদর দপ্তর ভবনে ডে-কেয়ার সেন্টার এর শুভ উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ)। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও সদস্য (প্রশাসন) জনাব আবুল কালাম শামসুদ্দিন, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) জনাব মোঃ ওমর ফারুক ভূইয়াসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শিশু দিবা-যত্ন কেন্দ্র উদ্বোধন করে আরইবি চেয়ারম্যান শিশুদের সাথে কথা বলেন এবং সার্বক্ষণিক শিশুদের দেখভাল, মানসিক বিকাশ এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করণের নির্দেশনা প্রদান করেন। বিদ্যুৎ সেক্টরের সর্ববৃহৎ এ প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার চালু একটি অনন্য মাইল ফলক। এখন থেকে অফিস চলাকালীন সময়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের দেখা-শোনা ও লালন-পালনের জন্য শিশুদের শিশু দিবা-যত্ন কেন্দ্রে রাখার সুযোগ হলো।শিশু দিবা-যত্ন কেন্দ্রটি শিশু বান্ধব করে তৈরি করা হয়েছে।

কেন্দ্রটিতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রাখা হয়েছে। শিশু দিবা-যত্ন কেন্দ্র খোলায় অফিস সময়ে শিশুর যত্ন ও মানসিক বিকাশ নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ নারী কর্মকর্তা-কর্মচারীরা নিশ্চিন্তে অফিসে মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। এতে দাপ্তরিক কাজের মান বৃদ্ধি পাবে ও পরিবেশ উন্নত হবে। এর ফলে বর্তমান সরকারের অঙ্গীকার বাস্তবায়িত হলো।

এছাড়াও আরইবি’র আওতাধীন সমগ্র বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সদর দপ্তরেও অনুরূপভাবে শিশু দিবা-যত্ন কেন্দ্র চালু প্রক্রিয়াধীন রয়েছে; যা অতি শীঘ্রই বাস্তবায়িত হবে। আরইবি এবং ৮০টি পবিসে প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন। এর উল্লেখযোগ্য সংখ্যক মহিলা কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

সংস্থার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ শিশু দিবা-যত্ন কেন্দ্র চালু করায় স্বতস্ফুর্ত আনন্দ প্রকাশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অধিকতর দায়বদ্ধতার আলোকে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এব

ি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com