রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত

আমেরিকার ভিসানীতিতে সরকারের ঘুম হারাম: আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমেরিকার ভিসানীতিতে দেশের উপর বজ্রপাত পড়েছে। এরপর থেকে সরকারের ঘুম হারাম হয়ে গেছে। ৩ মে আমেরিকা ভিসানীতি পাঠিয়েছে বাংলাদেশে; কিন্তু প্রকাশ হয়েছে ২৫ মে। সরকার তা পকেটে লুকিয়ে রেখেছিল।

আমেরিকা মনে করেছিল সরকার বিষয়টি দেশের নাগরিকদের জানিয়ে দেবে। ২৪ দিন অপেক্ষা করেও যখন দেখল ভিসানীতি প্রকাশ করা হয়নি; তখন আমেরিকা বিষয়টি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

আমির খসরু আরও বলেন, আওয়ামী লীগ এখন নির্বাচনের কথা বলছে। এর সঙ্গে মিডিয়ার লোক, বুদ্ধিজীবীও আছেন। এরা সরকারের দালাল। এ মুহূর্তে দেশে নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এখন মূল বিষয় ফ্যাসিস্ট সরকারের পতন।

যতক্ষণ দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হবে, ততক্ষণ নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। লেভেল প্লেয়িং ফিল্ডের পর গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলেই নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

তিনি আরও বলেন, ১৪ বছরে আমাদের নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। আওয়ামী লীগ আজকে রাজনীতির মধ্যে নেই। তারা রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ আগের মতো বাকশালে চলে গেছে। বাকশাল হচ্ছে জমি দখল, ব্যবসা দখল, জোর নীতি, বিদেশে টাকা পাচার আর সন্ত্রাসী করা।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ড. মামুন আহমেদ, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com