ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে আগুন লেগেছে। শুক্রবার (১৪ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে এ আগুন লাগে। এসময় ওই উড়োজাহাজের ডানা দিয়ে যে যার মতো নামতে দেখা যায় যাত্রীদের। তবে এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়নি, আগুন লাগার সঠিক কারণ।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১০০৬ তে আগুন লাগে। আর উড়োজাহাজটি হলো বোয়িং ৭৩৭-৮০০। এটি কলোরাডো স্প্রিং থেকে এখানে আসে।
বিমান সংস্থাটি জানিয়েছে যে, বিমানে থাকা ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যদিও ছয়জন যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দ্রুত আগুনের শিখা ও কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা উড়োজাহাজটি। আগুন নেভানোর চেষ্টা করছেন বিমানবন্দরের কর্মীরা। অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার উপরে ভিড় করে দাঁড়িয়ে আছেন। সেখান থেকেই তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
জানা গেছে, মাঝ আকাশেই প্লেনটির ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়। ওড়ার সময় মৃদু ঝাঁকুনি অনুভব করেন পাইলট। এর পরেই ডেনভার বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করেন। বিমানবন্দরে অবতরণ করার পর পরই উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে যায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশ বা এফএএ।