বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্রাম্পের জয়ে ড. ইউনূসের অভিনন্দন ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় নিহত বেড়ে ৪, মামলা প্রকাশ্য বাহা‌সের চ্যালেঞ্জ, সাদের উপস্থিতিসহ ৫ দাবি লেবানন থেকে ফিরলেন আরও ১৮৩ জন মানিকগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রংপুরে গ্রেফতার শপথ নিলেন পিএসসির আরও ৪ সদস্য প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ২ কেজিতে ৩ টাকা বাড়িয়ে আমন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ এক লাখ টন বাসমতি চাল-গম কিনবে সরকার পার্বত্য চট্টগ্রাম এখন দেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য আফগানদের ঘুরে দাঁড়াতে দিলেন না তাসকিন ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক জয় প্রাকৃতিক বনায়নে আর সামাজিক বনায়ন নয়: রিজওয়ানা হাসান খালেদ মুহিউদ্দীনের টকশোতে অতিথি সাদ্দাম, যা বললেন হাসনাত-সারজিস এবারের বিপিএলের টাইটেল স্পন্সর ‘ডাচ বাংলা ব্যাংক’ ‘ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে’ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন আমি সবসময় তোমাদের পাশে থাকবো: আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আমি সবসময় তোমাদের পাশে থাকবো: আবু সাঈদের পরিবারকে ড. ইউনূস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া শহীদ আবু সাঈদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আবু সাঈদের দুই ভাই তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, আমি সবসময় তোমাদের পাশে থাকবো।

বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন। তারা তাদের বাবা-মায়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ড. ইউনূস আবু সাঈদ ও অন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করায় তাদের বাবা-মা আবেগাপ্লুত হয়েছিলেন বলেও জানান তারা।

রমজান আলী ড. ইউনূসকে বলেন, আপনি তার (আবু সাঈদ) বিপ্লবী ভূমিকা সম্পর্কে যেভাবে উল্লেখ করেছেন এবং প্রধান উপদেষ্টা হওয়ার পরদিনই আমাদের গ্রামে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এতে আমরা সম্মানিত হয়েছি।

প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়ার সময় দুই ভাই তার সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন। ‘প্রধান উপদেষ্টার সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে সৈন্যদের কাছ থেকে গার্ড অব অনার পেয়ে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন’- বলেন আবু হোসেন।

তারা আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে অবহিত করেন এবং ন্যায়বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তারা জানান, তারা তাদের ভাইয়ের নামে একটি ফাউন্ডেশন স্থাপন করবেন এবং গ্রামে একটি আদর্শ মসজিদ ও একটি মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা করছেন। এ বিষয়ে তারা দুটি মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য আবেদন করেছেন। ফাউন্ডেশনটি গরিব ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য কাজ করবে।

এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পরিবারের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকার তার হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ কখনো শহীদ আবু সাঈদ ও তার জাতির জন্য অবদানকে ভুলবে না। তার আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে। তিনি পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং জানান, তার দরজা সবসময় তাদের জন্য খোলা থাকবে।

তিনি বলেন, আমি সবসময় তোমাদের পাশে থাকব। তিনি তাদের বাবা-মায়ের জন্য তার সালাম পৌঁছে দিতে বলেন।

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিন গত ১০ আগস্ট ড. ইউনূস রংপুরের বাবনপুর গ্রামে আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কবর জিয়ারত করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com