বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন আর কতটুকু সুষ্ঠু হবে, এ ব্যাপারে জনমনে আজকে অত্যন্ত বড় রকমের একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমরা এ বিষয়ে আগামীকাল বসছি আমাদের ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ। এবং সেখানেই আমরা আমাদের সিদ্ধান্ত নেব।’
আজ বুধবার ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মির্জা ফখরুল।
শেষ মুহূর্তে হলেও নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চলমান পরিস্থিতিতে ঐক্যফ্রন্ট শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা শেষ পর্যন্ত আছি, আমরা চেষ্টা করছি থাকার জন্য। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপরে।’
‘আমরা এখনো আহ্বান জানাব নির্বাচন কমিশনকে, সরকারকে যে তারা তাদের এই ভয়াবহ যে কর্মকাণ্ড, তার থেকে তারা বিরত থাকুক। নির্বাচনটাকে শেষ মুহূর্তে হলেও তারা নিরপেক্ষ করার চেষ্টা করুক,’ বলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র। সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস