শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ৫ রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ফিটনেসবিহীন বাসের কারণে দুর্ঘটনা হলে দায় বিআরটিএ’র: উপদেষ্টা মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিহত বেড়ে ৪ আমার দল ক্ষমতায় যাবে না, তারপরও নির্বাচন চাই: মান্না খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক পাঠ্যবইয়ে জ্যোতির গল্প, জানতেন না নিজেই টিউলিপের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ রাজনৈতিক দলগুলো ও সরকারকে হুঁশিয়ারি নাসীরুদ্দীনের এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মশা নিধনে কীটনাশক নির্ধারণে ঢাকা দক্ষিণ সিটির নতুন কমিটি আফগান সীমান্তে ‘৫০টি ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি রিপোর্টে সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫ মামলায় গ্রেফতার ১০০ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধ দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বিএনপি নেতার মুক্তির দাবিতে গাজীপুরে সমাবেশ, মহাসড়কে তীব্র যানজট একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি নির্বাচন হলে সব সংকট কেটে যাবে: মির্জা ফখরুল

আমরা এখনো সরকারকে গণজোয়ার দেখাইনি- খন্দকার মাহবুব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৮৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আমরা এখনো সরকারকে আমাদের গণজোয়ার দেখাইনি। দেখালে সরকার বিলীন হয়ে যাবে। আমরা দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে শিগগির মাঠে নামবো। সরকার নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেয়া হবে।’
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সুশীল ফোরাম নামে একটি সংগঠন ‘রক্তাক্ত ২৮ অক্টোবর ও বাংলাদেশের বর্তমান অবস্থান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মাহবুব বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হচ্ছে। এজন্য আমাদেরকে বেগম জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা ৫ জানুয়ারি দেখেছি, কিন্তু তখনই শেষ। আর সেই ৫ জানুয়ারি দেখতে চাই না।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য নীলনকশা করা হয়েছিল। এরপর দীর্ঘ ১০ বছর ধরে অগণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা আর কখনোই চাই না দেশে আবারো ৫ জানুয়ারির নির্বাচন হোক। এর ব্যতয় ঘটলে সরকারের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’
এই আইনজীবী নেতা বলেন, ‘জনগণ এখন নিরপেক্ষ সরকার চায়। নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে সে নির্বাচন বাতিল করতে পারবে।’
সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ বলেন, ‘দেশের মানুষ এখন আর এই সরকারকে চায় না। তারা এখন গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চায়। আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হলে আওয়ামী লীগ সারাদেশে ২০টি আসনও পাবে না। বর্তমান সরকার সর্বক্ষেত্রে অগ্রহণযোগ্য। তাঁরা সামান্য দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণ করতে পারে না।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com