সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীসহ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উদযাপনের ধারাবাহিকতায় দূতাবাস ভবনে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হলো। গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) এটি উদ্বোধন করেন আবুধাবিতে সফররত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে বঙ্গবন্ধুর পারাবারিক, রাজনৈতিক ও বিশ্বের রাষ্ট্রনায়কদের সাথে তোলা গুরুত্বপূর্ণ ছবিগুলো স্থান পেয়েছে।
এ কর্নার উদ্বোধনকালে ইউএইতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই বাংলাদেশ কনসুলেটে নবনিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল, দুতাবাসের উর্ধ্বতন কর্মকতা, প্রবাসী কমিউনিটি নেতা বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি শওকত আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধু কর্নার’-এ বঙ্গবন্ধুর পারিবারিক, বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় সফরের উল্লেখযোগ্য ছবিসহ সংযুক্ত আরব আমিরাতের জাতির জনক শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে ইউএইতে বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় সফরের উল্লেখযোগ্য ছবিগুলো স্থান পেয়েছে।
মাসুদ বিন মোমেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং ইউএই একই সময়ে স্বাধীনতা লাভ করা দুই ভ্রাতৃপ্রতিম বন্ধু রাষ্ট্র। বঙ্গবন্ধু এবং শেখ যায়েদ এর সাথে ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল অনন্য উচ্চতার। তারই ধারাবাহিকতায় এই দ্বি-পাক্ষিক সম্পর্ক আজ শ্রেষ্ঠ সময় পার করছে এবং আগামীতে তা আরো উচ্চতর ধাপে পদার্পণ করবে। প্রবাসে অবস্থানরত বাংলাদেশের নতুন প্রজন্ম ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর মাধ্যমে দুই দেশের দুই জাতির জনকের ব্যাপারে আরো বেশি ব্যাপক ধারণা লাভ করবে এই প্রত্যাশা রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় নানা অনুষ্ঠানের মাঝে এ আয়োজন প্রবাসী বড় হওয়া নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি জানতে সহায়তা করবে।
বাংলা৭১নিউজ/এসএইচ