বাংলা৭১নিউজ,ঢাকা : পবিত্র রমজান মাস উপলক্ষে বেড়েছে চিনির দাম। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে।
আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনি কেজি প্রতি ৬৫ টাকা দামে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৬১ টাকা। চিনির এই বাড়তি দাম সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশর ( টিসিবি) হিসাবেও দেখানো হয়েছে।
রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, রমজান মাস উপলক্ষে চিনির চাহিদা খুব বেশি থাকায় দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ৫০ কেজির চিনির বস্তা ২০০ টাকা বেশি দিয়ে পাইকারদের কাছ থেকে কিনতে হচ্ছে বিক্রেতাদের। তাই কেজিতে ৩ থেকে ৪ টাকা বাড়িয়েছেন তারা।’
ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন কোম্পানির কাছে প্যাকেট চিনি চাইলে তারা বলছে চিনি নাই। তাই বর্তমানে শুধু খোলা চিনি বাজারে পাওয়া যাচ্ছে। চিনির দাম বাড়ার এটাও একটা কারণ হতে পারে।
বাংলা৭১নিউজ/সিএইস