বাংলা৭১নিউজ, ডেস্ক: গল টেস্টে ব্যর্থতার পর টেস্ট র্যাঙ্কিংয়ের অলরাউন্ডারের শীর্ষস্থানটা রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারিয়েছিলেন সাকিব আল হাসান। তবে কলম্বো টেস্টে ভালো করে আবার শীর্ষে ফিরলেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। রাঁচি টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে দুইয়ে নেমে গেছেন ভারতীয় স্পিনার অশ্বিন।
এখন আবার তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার সাকিব। বোলার এবং ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। আজ নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি।
কলম্বো ও রাঁচি টেস্ট শুরুর আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৪০৩, অশ্বিনের ৪৩৪। কলম্বোয় ব্যাট হাতে প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন সাকিব। তার রেটিং পয়েন্ট এখন ৪৩১। আর অশ্বিন রাঁচি টেস্টে এক ইনিংসে ব্যাটিং করে রান করেন ৩, দুই ইনিংস মিলিয়ে পেয়েছে মাত্র ২ উইকেট। তার রেটিং পয়েন্ট এখন ৪০৮।
আগে থেকেই তিনে থাকা আরেক ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কোনো পরিবর্তন হয়নি। এক ধাপ নেমে পাঁচে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল স্টার্ক। চারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
বাংলা৭১নিউজ/এন