কিশোরগঞ্জের মিঠামইনে সুধী সমাবেশে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরবাসীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, একমাত্র নৌকা ক্ষমতায় আসলে আপনাদের উন্নতি হবে, দেশের মানুষের উন্নতি হবে। এই হাওর অঞ্চলের উন্নয়নে সার্বিক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, ক্ষমতায় আসলে সেগুলো অব্যাহত থাকবে। তাই আপনাদের প্রতি আহ্বান আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করুন।
আজ মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইনে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি অত্যাচার-শোষণ ছাড়া মানুষকে কিছুই দিতে পারেনি। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশের মানুষ যাতে কষ্ট পায়, মানুষকে আগুন দিয়ে হত্যা করে। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়।
এদিকে, আজ সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে পৌঁছান।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সেনানিবাস উদ্বোধন ও জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে প্রধানমন্ত্রী মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যান। এসময় সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকাল ৩টায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তিনি। পরে বিকেল ৩টা ৩৫ মিনিটে সমাবেশে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এআরকে