বাংলা৭১নিউজ,ঢাকা: কোটা পদ্ধতি বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীরা আনন্দ মিছিল বের করবেন।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কথা জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা একটি চিঠি দেবেন। সেখানে মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধি কোটার মতো প্রাপ্য কোটার দাবিদারদের জন্য কোটা রাখার আহ্বান জানাবেন তারা।
তিনি বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়েছি। তার বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেয়ার পর সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেন।
বাংলা৭১নিউজ/জেএস