শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু

আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্য আটক

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে ডাকাতদলের সদস্য কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। 

আটককৃতরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) ও রাকিবুল খান (২৭)। তাদের মধ্যে আবুল হাসেম ও রাকিবুলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অপর চারজনের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আসা-যাওয়া ছিল ওই ডাকাতদলের সদস্যদের। মঙ্গলবার ভোররাত ৩টায় গামুরতলা এলাকার রাসেল হাওলাদার নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতদলের সদস্যরা ওই বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন।

পরে ঘরে থাকা ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করেন। এ সময় ডাকাতদলের সদস্যরা শার্ট এবং প্যান্ট পরিহিত ছিলেন। একই এলাকায় বাড়ি হওয়ায় রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেম ও রাকিবুলকে চিনে ফেলেন। সকালে নুপুর কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদলের সদস্যদের শনাক্ত করলে স্থানীয়রা তাদের আটক করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেছেন, ‘‘ডাকাতদলের সদস্যরা আগে থেকেই কাসেমের বাড়িতে যাওয়া-আসা করতেন। তাই, স্থানীয়দের আগে থেকেই তাদের ওপর সন্দেহ ছিল। তাদের নামে একটি ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের মধ্যে দুই জনের নামে আগে থেকেই কলাপাড়া থানায় ডাকাতির মামলা আছে।’’ 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com