চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অংকর দত্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চাতরী ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোট চলাকালে চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অংকরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘দুপুরে আনোয়ারা থেকে অংকর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। স্বজনদের দাবি, প্রতিপক্ষের কিল-ঘুষিতে তার মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘চাতরী ইউনিয়নে দুই মেম্বারপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে সকাল ১০টার দিকে বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। কয়েক দফায় চলা এ সংঘর্ষে কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে চট্টগ্রামের তিন উপজেলার মোট ২৪টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। এসব ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮ হাজার ২৮৩ জন। এছাড়া মোট ভোটকেন্দ্র রয়েছে ২২০টি। নির্বাচনে আনোয়ারা উপজেলার বৈরাগ, বারখাইন ও চাতরী ইউনিয়নে এবং চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিজয়ীরা সবাই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী।
বাংলা৭১নিউজ/এসএইচ