সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজারে সূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে বেশ ভালো গতি রয়েছে। সেই সঙ্গে দাম কমার তুলনায় বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। অবশ্য দাম বাড়া বা কমার তুলনায় দাম অপরিবর্তিত থাকার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান।
প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ শতাংশের বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এরপরও প্রধান মূল্যসূচক কমেছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) মূল্যসূচকে অস্থিরতা দেখা যাচ্ছে। তবে এ বাজারটিতেও দাম কমার তুলনায় দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস ঊর্ধ্বমূখী থাকে শেয়ারবাজার। এর মধ্যে সপ্তাহের শেষ দুই কার্যদিবসেই সূচক বাড়ে। তবে চলতি সপ্তাহের প্রথম লেনদেনের দিন বা সোমবার বড় দরপতন হয়। ডিএসইর প্রধান সূচক ১১৯ পয়েন্ট পড়ে যায়।
পরের কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে সূচকের বড় উত্থান হলেও শেষ পর্যন্ত সূচক বাড়ে ১ পয়েন্টের কম। সেই সঙ্গে লেনদেন কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আর বুধবার লেনদেন কমে দুই মাস পর হাজার কোটি টাকার কম লেনদেন হয়।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে শেয়ারবাজারে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক আগের দিনের তুলনায় প্রায় ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের ১৪ মিনিটের মাথায় ডিএসই’র প্রধান সূচক বাড়ে ১৪ পয়েন্ট।
তবে এরপর বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে লেনদেনের আধাঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক ৫ পয়েন্ট কমে যায়। তবে অল্প সময়ের মধ্যে আবার সূচক বাড়তে দেখা যাচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৮ মিনিটে ডিএসইতে ১০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫১টির। আর ১২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ৪ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৩৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৮৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
বাংলা৭১নিউজ/এসএইচ