বাংলা৭১নিউজ, সিলেট: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ ঘিরে রাখা জঙ্গি আস্তানা আতিয়া মহলে থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি থমথমে রয়েছে। সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা আতিয়া মহল ভবনটি ঘিরে রেখেছেন।
বাইরে তাদের সহায়তায় আছে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত। আরো রয়েছে পুলিশ, র্যাব, এসবি, ডিবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, জঙ্গিরা পাঁচতলা আতিয়া মহলের একাধিক ফ্ল্যাটে অবস্থান নিয়েছে। তাদের কাছে শক্তিশালী বিস্ফোরক ও গ্রেনেড থাকতে পারে।
আতিয়া মহলে অবস্থান করা জঙ্গিদের ধরতে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে- তা নিশ্চিত হওয়া যায়নি।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে প্রথমে সোয়াত, পরে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা যোগ দেন। শুক্রবার দিনভর নানা ঘটনায় পেরিয়ে যায়। শনিবার অভিযান শুরু করেন প্যারা-কমান্ডোরা। অভিযানে আতিয়া মহলে আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়। তবে আতিয়া মহলের নিচতলার ফ্ল্যাটে থাকা জঙ্গিদের ধরা সম্ভব হয়নি।
পরে সন্ধ্যায় জঙ্গি আস্তানার অদূরে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে এখনো পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এন