মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমরা শুনতে চাই না বিচারকরা ঘুষ খায়: ডা. শফিকুর কিউবার রাজপথে ফিলিস্তিনপন্থি মিছিল, নেতৃত্ব দিলেন প্রেসিডেন্ট লেবাননে ২৫ শহর খালি করার নির্দেশ ইসরায়েলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন পিএসসির চেয়ারম্যান ও চার সদস্যের শপথ হজ ব্যবস্থাপনায় দুই কমিটি গঠন কাপ্তাইয়ে দুই স্কুল, এক মাদ্রাসায় বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বই পড়া’ চালু ঘানার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ বাংলাদেশের রোবট তৈরি করে নবম শ্রেণির ছাত্রের চমক সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার ছাত্র আন্দোলনে রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার কর্মসংস্থান অধিদপ্তর গঠনের কথা ভাবছে সরকার: শ্রম উপদেষ্টা দ্রুত ক্ষমা না চাইলে জাতীয় পার্টির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন স্বাস্থ্য উপদেষ্টার ওপর ক্ষোভ ঝাড়লেন সারজিস আলম রাখাইনে গোলাগুলি সেন্টমার্টিনে খাদ্যসংকট কাটলেও কাটেনি আতঙ্ক ১১২ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র জমাদানের আহ্বান তথ্য অধিদপ্তরের পাবনায় মদপানে প্রাণ গেলো দুই বন্ধুর সারজিস-হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন শ্রদ্ধা

আড়াই কোটি ডোজ টিকা দেবে হোয়াইট হাউস

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৫ বার পড়া হয়েছে

অবশেষে নিজ দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পর অব্যহৃত আড়াই কোটি ডোজ টিকা বিশ্বব্যাপী সরবরাহের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এই মাসের মধ্যেই এই টিকা সরবরাহ করা হবে বলে জানা গেছে। 

আড়াই কোটি ডোজের মধ্যে প্রায় ৭৫ শতাংশই যাবে জাতিসংঘের বৈশ্বিক টিকা সহায়তা কর্মসূচি কোভ্যাক্সে। বাকি টিকা জরুরি ভিত্তিতে সরাসরি মিত্র রাষ্ট্রগুলোকে দেওয়া হবে বলেও জানায় হোয়াইট হাউস।

বিশ্বব্যাপী টিকার জন্য হাহাকার আর দরিদ্র দেশগুলোতে তীব্র সংকট সত্ত্বেও এরই মধ্যে নিজ দেশের প্রায় ৭০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের সিংহভাগ নাগরিককে টিকাদানের পর এবার বিশ্বব্যাপী আড়াই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিল হোয়াইট হাউস। 

এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই যাবে জাতিসংঘের কোভ্যাক্স কর্মসূচিতে। বৃহস্পতিবার (০৩ জুন) এক বিবৃতিতে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, যত দিন মহামারি থাকবে, তত দিন বিশ্বব্যাপী মানুষের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

পরে, ভার্চুয়াল ব্রিফিংয়ে টিকা সরবরাহের বিষয়ে বিস্তারিত জানান হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান।

জেইক সুলিভান বলেন, আপাতত আড়াই কোটির মধ্যে এক কোটি ৯০ লাখ ডোজ টিকা আমরা লাতিন আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকায় সরবরাহ করব। যেসব দেশে করোনার সংক্রমণ বাড়ছে একই সঙ্গে টিকা সংকট রয়েছে, টিকা সরবরাহের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার থাকবে সেসব দেশে।

হোয়াইট হাউস আরও জানায়, আড়াই কোটি ডোজের মধ্যে বাকি ২৫ শতাংশ ভ্যাকসিন জরুরি ভিত্তিতে মিত্র রাষ্ট্রগুলোকে সরবরাহ করা হবে। টিকা পাবে অবরুদ্ধ গাজা, পশ্চিম তীরসহ যুদ্ধকবলিত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোও।

এর আগে জুন নাগাদ বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি ডোজ টিকা সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছিল বাইডেন প্রশাসন। তারই অংশ হিসেবে প্রথম ধাপে আড়াই কোটি ডোজ সরবরাহের ছাড়পত্র দিলেন মার্কিন প্রেসিডেন্ট। 

এ ছাড়া নিজ দেশে তৈরি অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৬ কোটি ডোজ টিকাও ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হবে বলেও অঙ্গীকার করেন বাইডেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com