বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাড্ডায় অপহৃত ব্যবসায়ী গোপালগঞ্জ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরী মারা গেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অভিযোগ ওঠা বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাসহ ১৪ প্রস্তাব ১২ দলীয় জোটের অবশেষে মুখ্যমন্ত্রী পেলো জম্মু-কাশ্মীর, শপথ নিলেন ওমর আব্দুল্লাহ পাচার হওয়া অর্থ ফেরা‌তে জাতিসংঘের সহযোগিতা চায় বাংলাদেশ মিরপুরে শান্তদের সঙ্গে আলাপে নতুন কোচ ১০ অতিরিক্ত আইজিপিকে বদলি ও পদায়ন রাফিনহার দুই পেনাল্টি, পেরুর জালে ব্রাজিলের এক হালি ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ নতুন মামলায় সালমান-মামুন-জিয়াউল গ্রেফতার কবর থেকে তোলা হলো বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ হাইকোর্ট ঘেরাও করলেন শিক্ষার্থীরা খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেফতার ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ প্রধান বিচারপতির আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে বিতর্ক, নিজের অবস্থান জানালেন অভিনেত্রী ৬ মাসের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করার নির্দেশ ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে

আজও মৃত্যু ও শনাক্তের শীর্ষে খুলনা বিভাগ

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের আট বিভাগে রেকর্ড সংখ্যক ১১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৭৫ জন ও নারী ৪৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জন।

এদিকে দেশের আট বিভাগে মৃত্যু ও শনাক্তের শীর্ষে আজও খুলনা বিভাগ রয়েছে। এই বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু হয়েছে। যা আট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক।

এছাড়া খুলনা বিভাগে ২ হাজার ৯০৩টি নমুনা পরীক্ষায় ১ হাজার ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৪১ দশমিক ৪০ শতাংশ।

রোববার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫৫৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৬২৮টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়ে ৫ হাজার ২৬৮ জন। একই সময়ে শনাক্তের হার ২১ দশমিক ৫৯ জন।

বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১১ হাজার ৮৭টি নমুনা পরীক্ষায় এক হাজার ৬৪৮জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ। ময়মনসিংহ বিভাগে ৯৬০টি নমুনা পরীক্ষায় ২৭১ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২৮ দশমিক ২২ শতাংশ।

এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষায় ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ৬৯ শতাংশ। রাজশাহী বিভাগে ৪ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষায় ৯৬২ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ১২ শতাংশ।

বরিশাল বিভাগে ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১৫০ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ১১ শতাংশ। সিলেট বিভাগে ৬০৯টি নমুনা পরীক্ষায় ৯৯ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৬ দশমিক ২৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০৯ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম ২২ জন, রাজশাহী ২২ জন, খুলনায় ৩২ জন, বরিশাল দুইজন, সিলেট বিভাগে পাঁচজন, রংপুর বিভাগে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com