বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাত গুণীজনকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হবে আজ। পদকপ্রাপ্তদের এক লাখ টাকার চেক, স্বর্ণপদক ও সনদপত্র দেয়া হবে।
বেলা ৩টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
যন্ত্রসংগীত, নৃত্যকলা, ফটোগ্রাফি, চারুকলা, লোকসংস্কৃতি, নাট্যকলা ও সংগীতশিল্পে অবদানের জন্য সাতজন গুণী শিল্পীকে এ পদক দিয়ে সম্মানিত করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সাত বিভাগে এ বছর পদক পেয়েছেন- নৃত্যকলায় মোঃ গোলাম মোস্তফা খান, ফটোগ্রাফিতে গোলাম মুস্তাফা, চিত্রকলায় কালিদাস কর্মকার, কণ্ঠ সংগীতে মিতা হক, যন্ত্র সংগীতে পণ্ডিত পবিত্র মোহন দে, লোক সংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান ও নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত থাকবেন।
বাংলা৭১নিউজ/সিএইস