বাংলা৭১নিউজ,ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। দেশটির এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ শেষে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও জানা গেছে।
আজ এ নিয়ে দেশটির এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সঙ্গে বৈঠকে বসবে।
মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলা জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইটে নিষেধাজ্ঞার বিষয়ে জার্মানি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটিকে জানায়নি। এ নিয়ে বুধবার জার্মানির নিরাপত্তা প্রতিনিধি দল বৈঠক করবে বিমানের সঙ্গে।
রাশেদ খান মেনন বলেন, বিমানবন্দরে কার্গো ভিলেজ নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। এ সমস্যা দ্রুত সমাধান হবে।
বিমান সূত্র জানিয়েছ, জার্মানির এ চিঠি বিমানকে দেওয়া হয়েছে ২৪ জুন। চিঠিতে জার্মান ফেডারেল এভিয়েশন অথরিটি বলেছে, যে সব কার্গো বাংলাদেশ থেকে যায়, সেগুলো নিরাপদ নয়। কার্গো ভিলেজে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ সরঞ্জাম ব্যবহারেরও সুপারিশ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস