শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

আজ থেকে বিশেষ ট্রেন সার্ভিস শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা : প্রতিদিন অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ প্রায় আড়াই লাখ যাত্রী বহনের টার্গেট নিয়ে আজ থেকে ১৪টি বিশেষ আন্তঃনগর ট্রেন সার্ভিস শুরু হয়েছে। এ সার্ভিস ঈদের পরের সাত দিন পর্যন্ত চলবে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন রুটের আন্তঃনগর ও বিভিন্ন লোকাল ও মেইল মিলে প্রতিদিন ৬৮টি ট্রেন ছেড়ে যাবে।

তবে শিডিউল মেনেই সকল ট্রেন ছাড়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন,যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সে জন্য রেলের সব কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।

রেলওয়ের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেছেন, সবগুলো ট্রেনই যথাসময়ে স্টেশন ত্যাগ করবে। যাত্রী বা অন্য কোনো কারণে ১০ থেকে ১৫ মিনিট দেরি হতে পারে।

আজ থেকে যেসব বিশেষ ট্রেন ছেড়ে সেসব বিশেষ ট্রেন সার্ভিসের মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল : ঢাকা-দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল-১ : চ ট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর স্পেশাল-২ : চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর স্পেশাল : পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর, খুলনা স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেন রয়েছে।

এ ছাড়া কেবল মাত্র ঈদের দিন চলবে সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব ও সোলাকিয়া স্পেশাল-২ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ দুই জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস।

এ লক্ষ্যে গত ২২ জুন থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে এবং গত ২৭ জুন টিকিট বিক্রির মধ্য দিয়ে শেষ হয়েছে আগাম টিকিট বিক্রি।

আজ দুপুর আড়াইটায় কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করবেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। এ সময় তিনি ঘরমুখো মানুষদের সাথে কুশল বিনিময় করবেন।

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় রেকর্ডসংখ্যক যাত্রীবাহী ১৭০টি কোচ মেরামত হয়েছে। ঈদের আগে ও পরে পূর্ব ও পশ্চিম রেলে বাড়তি ৮০ হাজার যাত্রী পরিবহন করার লক্ষ্য নিয়ে আন্তঃনগর ট্রেনের সঙ্গে অতিরিক্ত কোচ হিসেবে যুক্ত করা হবে। এসব কোচ ইতোমধ্যে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব ও পশ্চিমাঞ্চলের রুটে যেসব ট্রেন চলছে তার সঙ্গে ১৪টি বিশেষ ট্রেন যুক্ত হবে। এসব বিশেষ ট্রেনে ১৭০টি কোচের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে (পূর্বাঞ্চল) ৮৬টি এবং সৈয়দপুর রুটে (পশ্চিমাঞ্চল) ৮৪টি (এর মধ্যে ৩৮টি এমজি ও ৪৬টি বিজি) বগি যুক্ত হবে।

এ ছাড়া একতা ও দ্রুতযান এক্সপ্রেস ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার সময় অত্যধিক বিলম্বে করলে পার্বতীপুর স্টেশনে টার্মিনেট করা হবে। যাত্রীদের ডেমু দিয়ে পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর আনা নেয়া করা হবে।

পবিত্র ঈদ উপলক্ষে পূর্বাঞ্চলে ১২টি ও পশ্চিমাঞ্চলে ৩১টি মোট ৪৩টি অতিরিক্ত লোকোমোটিভ (ইঞ্জিন) সরবরাহ করা হবে।

টিকিট কালোবাজারি রোধে ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব স্টেশনে জিআরপি, আরএনবি,বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‌্যাব সার্বক্ষণিক পাহারায় রাখার প্রস্তুতি রয়েছে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ডে মোকাবেলায় আরএনবি, জিআরপি ও রেলওয়ের কর্মচারীদের কার্যক্রম জোরদার করা হয়েছে।

সূত্র আরও জানায়, সারাদেশের মহাসড়কের নাজুক অবস্থা। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত ভাড়ার কারণে ট্রেনমুখী হয়ে উঠেছে যাত্রীরা। এই আগ্রহের কারণে ঈদে অধিকসংখ্যক যাত্রী বহনের বিষয়টি বিবেচনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেনমুখী অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য পুরনো যাত্রীবাহী কোচ সচল করতে মেরামতের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ।

রেলমন্ত্রী মুজিবুল বলেন, রেলের সীমিত সম্পদের মধ্যেই ঈদের সময় দৈনিক আড়াই লাখ যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য সময় দিনে ১ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করা হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com