শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সিলেটে বন্যা, এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় কাটছে না! পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

আজ ছিল গায়ে হলুদ কাল বিয়ে কাকলি ফিরছে লাশ হয়ে

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২১ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর উপজেলার চরপালং এলাকায় কাকলি আক্তার (১৮) নামে এক তরুণীকে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ে করতে না পেরে ক্ষুদ্ধ হয়ে বখাঠে জাহিদুল ইসলাম (২২) নামে এক তরুণ এ হামলার ঘটনা ঘটিয়েছে।

উপজেলার চর পালং এলাকার বাসিন্দা নুরুজ্জামান মাদবরের মেয়ে কাকলি আক্তার (১৮)।

আজ রবিবার তার গায়ে হলুদ সোমবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

শরীয়তপুর সদরের পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাকলি শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষার্থী ছিল। ওই মাদরাসার সাবেক ছাত্র জাহিদুল ইসলাম শরীয়তপুর পৌরসভার কাশাভোগ এলাকার মজিবুর রহমানের ছেলে। জাহিদুল ওই কাকলিকে উত্ত্যক্ত করত। তাকে বিয়ে করার জন্য তার পরিবারের কাছে প্রস্তাবও দেয় জাহিদুল।

এতে পারিবার রাজি হয়নি। সম্প্রতি কাকলির অন্যত্র বিয়ে ঠিক হয়। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে জাহিদুল কাকলিদের বাড়ি ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। তার চিৎকারে এলাকার মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

পালিয়ে যাওয়ার সময় জাহিদুলকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কাকলির অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। রবিবার ভোরে সেখানে তার মুত্যু হয়।

নিহত কাকলির বড় ভাই ফারুক মাদবর বলেন, ‘আজকে আমার বইনের গায়ে হলুদ কালকে বিয়ার কথা ছিল। বইনে আইলো লাশ হইয়া। জাহিদুল আমার বইনেরে সব সময় বিরক্ত করত। তাই আমরা অল্প বয়সে অরে বিয়া দিতে চাইছিলাম। তাও পারলাম না। খুনি জাহিদুলের লাইগা। আমাগো মতো জানি কারো পরিবারে এমন ঘটনা না ঘটে তাই এই খুনির বিচার চাই। ‘

এ বিষয়ে জানতে চাইলে জাহিদুলের পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন  বলেন, ওই হামলার ঘটনায় কাকলির ভাই ফারুক মাদবর একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। কাকলি মারা যাওয়ায় ওই মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। আর হত্যাকারী যেহেতু চিকিৎসাধীন, সে যেন পালিয়ে না যেতে পারে, তাই তাকে পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com