শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

আজ ইস্তাহার মমতার, জোর কর্মসংস্থানে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৬৮ বার পড়া হয়েছে

♦সঙ্গে আলাদা করে বাংলার উন্নয়ন পুস্তিকা

বাংলা৭১নিউজ,ডেস্ক: তরুণ প্রজন্মই তাঁর লক্ষ্য। তাই দলের ইস্তাহারে রাজ্যের আর্থিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে কর্মসংস্থানেই প্রধান গুরুত্ব আরোপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার সপ্তদশ লোকসভা নির্বাচনে দলীয় ইস্তহার প্রকাশ করবেন তিনি। সেই সঙ্গে রাজ্যে গত সাড়ে সাত বছরে কী বিপুল সার্বিক উন্নয়ন ঘটেছে, তারও তথ্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশিত হবে। যেহেতু এবারের নির্বাচনের গুরুত্ব শুধু রাজ্য থেকে দিল্লিতে সাংসদ পাঠানোয় সীমাবদ্ধ নয়, তাই বাংলার উন্নয়ন মডেলকে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার অন্যতম লক্ষ্যে তৈরি হয়েছে তৃণমূলের ইস্তাহার।

একদিকে দেশের অর্থনৈতিক ‘দুরবস্থা’, অন্যদিকে বিগত রাজ্য সরকারের করে যাওয়া ঋণের বোঝা মাথায় নিয়ে উন্নয়নের কাজ শুরু করতে হয়েছিল মমতা সরকারকে। ২০১৪ সালে বছরে দুই কোটি কর্মসংস্থানের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি সরকার।

তৃণমূল সহ বিরোধীদের দাবি, মোদির সেই প্রতিশ্রুতি ফাঁকা আওয়াজে পর্যবসিত হয়েছে। তাই তাঁর জমানায় নতুন কাজ পাওয়া দূর অস্ত, উল্টে কর্মসঙ্কোচন হয়েছে। শিল্পের বিকাশ বন্ধ। আড়াই বছর আগে নোটবন্দির জেরে অসংগঠিত ক্ষেত্রে ব্যাপক হারে কর্মচ্যুত হয়েছে মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সমাজও।

তৃণমূলের দাবি, বাংলার ছবিটা একেবারেই ভিন্ন। ঋণের বকেয়া মিটিয়েও রাজ্যের উন্নয়ন অব্যাহত শুধু নয়, নতুন নতুন ক্ষেত্রে তা সম্প্রসারিত হয়েছে তাদের আমলে, যা দেশের অন্য রাজ্যগুলির কাছেও দৃষ্টান্ত স্বরূপ। তাই একই সময়ে কেন্দ্র ও রাজ্যের গুণগত পার্থেক্যের ছবিটাই স্পষ্ট হবে দলের নির্বাচনী ইস্তাহারে। উল্লেখ্য, বাংলার জিএসডিপি বৃদ্ধির হার দেশের মধ্যে সবচেয়ে বেশি। শিল্পক্ষেত্রে বৃদ্ধির গড় জাতীয় গড়ের থেকে ১৯৪ শতাংশ বেশি। বাংলার পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির গড় জাতীয় গড়ের থেকে ২৬ শতাংশ বেশি। বাংলার কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বৃদ্ধির গড় জাতীয় গড়ের চেয়ে ২৪৭ শতাংশ বেশি।

কৃষি, শিল্প ও পরিকাঠামো উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির দিকে নজর দিয়েছে তৃণমূল সরকার। একদিকে নতুন লগ্নির সম্ভাবনাকে কেন্দ্র করে কর্মসংস্থান, অন্যদিকে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পে গত কয়েক বছরে জাতীয় স্তরে রেকর্ড অগ্রগতির প্রেক্ষিতে স্বনির্ভর প্রকল্পের বিকাশের দিগন্ত খুলে গিয়েছে বলে তৃণমূল মনে করে। যার ভরসায় মুখ্যমন্ত্রীর দাবি, গোটা দেশে যখন লোকে কাজ হারাচ্ছে, বেকারির চাপ বাড়ছে, সেখানে বাংলায় তা হ্রাস পেয়েছে।

অর্থাৎ, মোদি জমানার বিকল্প হিসেবে রাজ্যের সীমিত ক্ষমতায় দেশকে নতুন দিশা দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের তরুণ সমাজের দিকে নজর রেখে প্রত্যক্ষ এবং স্বনিযুক্ত কর্মসংস্থানের উপরেই মমতা জোর দিয়েছেন তাঁর ইস্তাহারে। রাজনৈতিক মহলের মতে, দেশের কাছে উন্নয়নের বিকল্প মডেল যে বাংলা হতে পারে, তা স্পষ্ট করে দেওয়াটাও এই নির্বাচনী লড়াইয়ের অন্যতম উদ্দেশ্য। কেননা, এবারের লড়াই দিল্লি অভিমুখী।

ভোটের ফল প্রকাশের পর দেশের পরবর্তী সরকার গঠনের চাবি যে তাঁর হাতেই থাকতে চলেছে, সেই প্রত্যয়ের প্রতিফলন পড়বে দলের নির্বাচনী ইস্তাহারে। যার পরিপূরক হিসেবে ‘মা-মাটি-মানুষের সরকারের উন্নয়ন একনজরে’ শীর্ষক পুস্তিকা ভোটারদের হাতে তুলে দিতে চাইছে তৃণমূল।

বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বর্তমান অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com