বাংলা৭১নিউজ, ঢাকা: সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারও নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
আজ (মঙ্গলবার) দুপুরে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের নেতারা নির্বাচন কমিশন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলবেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারাও থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এবং তারা এ বিষয়ে প্রতিকার চাইবেন।
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আজ ঢাকায় যে পথসভা কর্মসূচির ঘোষণা হয়েছিল তা স্থগিত করা হয়েছে।
তবে হঠাৎ করে কী কারণে এই কর্মসূচি স্থগিত করা হলো সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: জাগোনিউজ।
বাংলা৭১নিউজ/জেএস