বাংলা৭১নিউজ,ঢাকা: আর্থিক খাতের ত্রুটি-বিচ্যুতি দূর করে অর্থমন্ত্রণালয়কে নতুনরূপ দেয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পেতে যাওয়া আ হ ম মুস্তফা কামাল। বলেন, ‘অর্থ মন্ত্রণালয় যেভাবে আগে চলেছে, সেভাবে আর চলবে না।’
রবিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা বলেন বিলুপ্ত হতে যাওয়া মন্ত্রিসভার পরিকল্পনামন্ত্রী। ততক্ষণে তিনি আজ শপথ নিতে যাওয়া মন্ত্রিসভার অর্থমন্ত্রীর পদ পাওয়ার বিষয়টি জেনে গেছেন।
কামাল বেলন, ‘অর্থ মন্ত্রণালয় নতুন পরিসরে নতুন কলেবরে এবং আগামীকাল থেকেই তার যাত্রা শুরু করবে। সেখানে অনেক বড় ও বিশালতা এবং অনেক নতুনত্ব আপনারা দেখতে পাবেন।’
১৯৯১ সাল থেকেই অর্থ মন্ত্রণালয়টির দখল ছিল বৃহত্তর সিলেটে। এর মধ্যে তিনটি সরকারের আমলে দখল ছিল আবার সিলেট-১ আসনের সংসদ সদস্যের দখলে। কামালই প্রথম মন্ত্রী হতে যাচ্ছেন যিনি সিলেটের বাইরে। আর স্বাধীনতার পর এই প্রথম কুমিল্লার কেউ পেতে যাচ্ছেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব।
মুস্তফা কামাল জানান, তিনি এই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। বলেন, ‘এটা আমার সাবজেক্ট, আমি ওই সাবজেক্ট নিয়েই লেখাপড়া করেছি। সুতরাং আমি এটুকু বলতে পারি যে আমি আপনাদের মিথ্যা আশ্বাস দেব না। আমি ফেল করব না। আমার বিশ্বাস, আপনারাও ফেল করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমাদের অর্থনীতিকে আরও অনেক শক্তিশালী অবস্থানে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ।’
এর আগে আলোচনায় আর্থিক খাতের নানা বিশৃঙ্খলা নিয়ে কথা বলেন বিভিন্ন আলোচকরা। এ নিয়ে হবু অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা যতটা ভয় পাচ্ছেন, আমাদের অর্থ মন্ত্রণালয়, আর্থিক খাত অথবা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন আর্থিক খাত নিয়ে অনেক চ্যালেঞ্জের কথা বলছেন। আপনারা অনেক ভয়-ভীতি নিয়ে অনেক উৎকণ্ঠা থেকে এই কথাগুলো বলছেন। কিন্তু আমি মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চালিকা শক্তি। তার নির্দেশনা নিয়ে এসব চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। আমাদের সমস্যাগুলো আমরা জানি। এই সমস্যাগুলো মোকাবেলা করা কঠিন কাজ নয়।’
নতুন চ্যালেঞ্জের বিষয়ে কামাল বলেন, ‘চ্যালেঞ্জ তো আসবেই। মোকাবেলা করাটাই হচ্ছে বাহাদুরি। প্রত্যেকটা চ্যালেঞ্জই আমাদের জন্য সুযোগ নিয়ে আসে। শুধু আমাদের দুর্বল দিকগুলো দেখলে হবে না। আমাদের ভাবতে হবে এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছতে হবে।’
‘পাঁচ বছর আগে যা বলেছিলাম, হিসাব মিলিয়ে দেখেন তার ৯০ শতাংশের উপরে আমরা অর্জন করেছি।’
বাংলা৭১নিউজ/জেড এইচ