বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কোমরপুর বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার (২৮ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- আমিরুল ইসলামের মুদিখানার দোকান, এজাজ ফার্মেসি, আতিয়ার হোটেল, বজাই ফার্নিচার ও আতিকের চায়ের দোকান।
স্থানীয়রা জানান, ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন বাজারের চারটি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী অগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পাবনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
পাবনা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শেখ মো. মাহমুবুল ইসলাম বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত।
বাংলা৭১নিউজ/এফএ