বাংলা৭১নিউজ, ঢাকা: দেশের চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বিএনপি এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। নয়াপলটনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে দলের পক্ষে বক্তব্য দিবেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ সংবাদ সম্মেলনটি গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা ছিল একই জায়গায়।
কিন্তু গত মঙ্গলবার রাতে হঠাৎ করে অনিবার্য় কারণে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়।
কী কারণে বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছিল তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় এ বিষয়ক প্রশ্নের মুখোমুখী হতে হবে দলটিকে এই কৌশলেই বিএনপি সংবাদ সম্মেলন স্থগিত করেছিল।
এর আগে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকরের পর বিএনপি চুপ ছিল। মতিউর রহমান নিজামীর ফাঁসির পরও এখন পর্যন্ত তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
বাংলা৭১নিউজ/এস