শনিবার, ২৫ মে ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘শাহাদাত’ নামে নতুন গ্রুপ করে সদস্য সংগ্রহ করছিল আনসার আল ইসলাম নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি শুরু, সাগর উত্তাল আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রতিমন্ত্রী সিমিন রোববার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না টাঙ্গাইল এবং গাজীপুরের যেসব এলাকায় লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি হারুনের নেতৃত্বে এমপি আনারের খুনের তদন্তে ভারত যাবে ডিবি দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের দাবি এইচআরপিবির টাঙ্গাইলে লরির সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক-হেলপার নিহত কুমিল্লার লালমাইতে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন এমপি আনোয়ারুলের মরদেহ ঘিরে ‘মদের’ আসর বসায় হত্যাকারীরা কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন অনসূয়া সেনগুপ্ত মধ্যরাতে জারি হতে পারে মহাবিপৎ সংকেত: প্রতিমন্ত্রী বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নেবে গভীর নিম্নচাপ, উত্তাল সাগর পাপুয়া নিউগিনির ভূমিধসে নিহত বেড়ে ৩ শতাধিক যুবসমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে থাকতে হবে: প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণে ৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা নেই যৌতুকবিরোধী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সমন্বয় কমিটির সভা রাশিয়ায় অভিবাসী হোস্টেলে আগুন, নিহত অন্তত ৮ পারিবারিক সম্পদে বোনদের অধিকারের ওপর গুরুত্বারোপ ভূমিমন্ত্রীর

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৪০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঝালকাঠি প্রতিনিধি:  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, এর কোন ব্যতিক্রম হবে না।

আজ শনিবার দুপুরে ঝালকাঠির কিফাইতনগরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) কমপ্লেক্সে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) কর্তৃপক্ষ তাদের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবনটি নির্মাণ করে এলজিইডি।

শিল্পমন্ত্রী আরও বলেন, ভারত, ব্রিটেন, আমেরিকাসহ পৃথিবীর যত গণতান্ত্রিক দেশ আছে, সেখানে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। সুতরাং বিশ্বের গণতান্ত্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নির্বাচন হবে, এর ব্যতিক্রম কিছু হবে না, হতে পারে না। তিনি বলেন, ‘আমেরিকায় নির্বাচনের আগে ও পরে ট্রাম্পকে কেন্দ্র করে সহিংস আন্দোলন হয়েছে, তারা আবার বাংলাদেশের নির্বাচন নিয়ে কিসের উপদেশ দেবে।’

তিনি বলেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। এখানে অন্যকোনো দেশের কোনো কথা থাকতে পারে না। সংবিধানের মূলনীতি যারা মেনে নিতে পারেনি তারাই শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা করে যাচ্ছে। তারা এখনো ষড়যন্ত্র করছে, নানা কথা বলছে; বিদেশি মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে। মোড়লদের দেশ আমেরিকায় কিভাবে নির্বাচন হচ্ছে ? সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সরকারের অধীনে নির্বাচন হয়।’

ঝালকাঠির পিটিআই তত্ত্বাবধায়ক স্বপন কুমার অধীকারীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ। সূত্র: কালের কণ্ঠ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com