শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ

আগামিকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামিকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

অবশ্য সকাল ১১টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চীন-ঘানা। এরপর সকাল সাড়ে ১১টায় মিশর লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। দুপুর পৌনে ২টায় ওমান মুখোমুখি হবে ফিজির। ৯দিন ব্যাপী এই প্রতিযোগিতা ১২ তারিখ শেষ হবে।

দুটি গ্রুপে আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ, ফিজি, মালয়েশিয়া এবং ওমান। আর গ্রুপ ‘বি’ তে রয়েছে মিশর, ঘানা, শ্রীলঙ্কা ও চীন।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অবশ্য জয়ের স্বপ্ন দেখছে না। ড্র করতে পারলেই সেটা জয়ের সমান হয়ে দেখা দিবে। কারণ, শক্তিমত্তায় মালয়েশিয়া স্বাগতিক বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। মালয়েশিয়ার র‌্যাঙ্কিং যেখানে ১৩, বাংলাদেশের সেখানে ৩২। তবে মালয়েশিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশের খেলোয়াড়রা।

ম্যাচের আগে বাংলাদেশ দলের জার্মান কোচ অলিভার কার্টজ বলেন, ‘ফুরফুরে মেজাজে মাঠে নামবে বাংলাদেশ, মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারাবার কিছু নেই, তবে আমরা তাদের কৌশলের বিপক্ষে সতর্কতার সঙ্গে খেলবো। লক্ষ্য থাকবে ম্যাচ ড্র করার দিকেই, শুরুতে টুর্নামেন্টের শীর্ষ দলের বিপক্ষে খেলার সুবিধা হলো খেলোয়াড়রা নিজেদের ভুল পরবর্তীতে শুধরে নিতে পারে। আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থান তাই সবদিক থেকেই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বাংলাদেশকে সমীহ করছেন মালয়েশিয়ান কোচ স্টিফেন ফন হুইজেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক খেলাগুলো আমি দেখেছি, নিজ মাঠে খেলবে তারা। বাংলাদেশকে আমরা প্রতিপক্ষ হিসেবে সমীহ করি। আমরা জয় দিয়ে আমাদের যাত্রা শুরু করতে চাই, সর্বশক্তি দিয়েই ম্যাচ জয়ের চেষ্টা করবো।’

এই ম্যাচের পর ৫ তারিখ ফিজি ও ৭ তারিখ ওমানের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ দল: অসীম গোপ, জাহিদ হোসেন, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, সারোয়ার হোসেন, কামারুজ্জামান রানা, নাইম উদ্দিন, কৃষ্ণ কুমার দাস, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), আরশাদ হোসেন, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক এবং রোমান সরকার।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com