হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি’র ১৭৮ নেতাকর্মী। রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় পল্টন, শাহবাগ, কলাবাগান, মতিঝিল এবং উত্তরা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিলো। আজ বুধবার (৬ জানুয়ারি) এ বিষয়ে ৩৬টি আবেদনের শুনানী করেন বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ।
শুনানী শেষে আদালত এ আদেশ দেন।এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই জামিনের মেয়াদ থাকবে। এ সময় তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পন করতে হবে। ১৭৮ জন আসামির মধ্যে যুবদলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাতেন শামীম রবিউল আলম অন্যতম।
উল্লেখ্য, এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুর পর গত ১২ই নভেম্বর ঢাকা-১৮ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছিলো।
বাংলা৭১নিউজ/এবি