বাংলা৭১নিউজ,(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের সাধারণ যাত্রী পারাপার বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। ছুটি শেষে ৫ আগস্ট থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।
বাংলা৭১নিউজ/জেআই