টাঙ্গাইলে চুরি ঠেকাতে আখক্ষেতে পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ তার বাড়ির পাশে আখচাষ করেন। আখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে যান রহিমা বেগম। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে আরশেদ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কৃষক আরশেদ আখক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অসাবধানতাবশত সকালে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন।
বাংলা৭১নিউজ/এসএকে