বাংলা৭১নিউজ, ঢাকা: টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই দারুণ খেলে থাকেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে তার গড়ও দারুণ- ৬৩ দশমিক ১২।
রয়েছে ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি। সেই ইংল্যান্ডের বিপক্ষে আবারও সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু ৭৮ রানে আউট হলেন তিনি।
চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২২১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রায় ১৪ মাস পর সাদা জার্সিতে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের ব্যাটিং দেখে মোটেও তা মনে হয়নি। স্বাবলিলভাবেই ব্যাটিং করেছে টাইগাররা।
শুধু মুমিনুল হকই রানের খাতা খুলতে পারেননি। তবে অন্যরা ব্যাটে রানের দেখা পেয়েছেন।
ব্যাটিংয়ে নেমে খুবই সতর্কভাবে খেলেন তামিম ইকবাল। ৭৮ রান তুলতে বল খেলেছেন ১৭৯টি। দেখে মনে হচ্ছিল আজ হয়তো ইংলিশদের বিপক্ষে তৃতীয় শতক তুলে নেবেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান।
কিন্তু স্পিনার গ্যারেথ বাটির বলে আউট হন তিনি। তবে সেঞ্চুরির জন্য কোনো আক্ষেপ নেই তামিমের। তিনি বলেন, আজ রান করতে খুব কষ্ট করতে হয়েছে। সেঞ্চুরি হয়নি তাতে আক্ষেপ নেই। আমি সন্তুষ্ট। পরের ইনিংসে আরও ভালো করার চেষ্টা থাকবে।
আজ দিন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তামিম।
তামিমের আক্ষেপ না থাকলেও কোটি কোটি টাইগার ভক্তদের কিন্তু ঠিকই আক্ষেপ রয়েছে। কেননা তামিমের সেঞ্চুরি হলে বাংলাদেশের ইনিংসটাও আরও মজবুত হতো।
অবশ্য তামিমও তাই বললেন, আমি আরও কিছু সময় মাঠে থাকলে দলের রান আরও বেশি হতো। তবে আমাদের পরের ব্যাটসম্যানরা যদি জুটি গড়তে পারে তাহলে অবশ্যই বড় ইনিংসই হবে।
বাংলা৭১নিউজ/সি