বাংলা৭১নিউজ, ঢাকা: সৌদি আরবে ঈদের চাঁদ দেখা নিয়ে গতকাল শনিবার অনেকেরই আগ্রহ ছিল ব্যাপক। তথ্যপ্রযুক্তির উৎকর্ষের এই যুগে ওই দেশে চাঁদ দেখার প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশে সে খবর পৌঁছে যায় রাত ১০টা নাগাদ। তাই অনেকেরই ধারণা ছিল, আগামীকাল সোমবার ঈদ হচ্ছে। আজ সন্ধ্যায় শাওয়ালের সরু, বাঁকা চাঁদ সেই ধারণা পোক্ত করল। চট্টগ্রাম থেকে প্রথম আলোর প্রতিবেদক চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছেন। ঢাকার আকাশেও চাঁদ দেখা গেছে।
এই ঈদের একটি বড় অনুষঙ্গ নতুন পোশাক। মাসজুড়ে বা অনেকে এর আগে থেকেই এর প্রস্তুতি শুরু করেন। এ বছর রাজধানীসহ বিপণিবিতানগুলোতে প্রতিবারের মতোই ভিড় দেখা গেছে। ব্যবসায়ীদের কেউ কেউ অবশ্য মন্দাভাবের কথা বলেছেন। তারপরও কেনাকাটার যে কমতি ছিল না, রাজধানী বা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তার তীব্র জট বা বিপণিবিতানের কষ্ট-দেওয়া ভিড় তার প্রমাণ। নতুন কেনা পোশাক-জুতা বা অন্যান্য সামগ্রী নিয়ে শিশুদের আনন্দই বেশি। বড়রাও কম যান না। পোশাকগুলো ইতিমধ্যেই হয়তো দেরাজ খুলে অনেকবারই দেখা হয়ে গেছে। কাল হবে ভাঁজ ভাঙা।
বাংলা৭১নিউজ/জেএস