বাংলা৭১নিউজ, ঢাকা: আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আবারও প্রতিবাদও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে এমন অভিযোগে আজ সন্ধ্যায় দেশটির রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।
অং মিন্টকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
কূটনৈতিক সূত্র জানায়, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও ১৪ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।
এর আগে গত ২৭ ও ২৮ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে।
১ সেপ্টেম্বর উখিয়ার কাছে তিনবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করে বলে জানিয়েছিল পররাষ্ট্রমন্ত্রণালয়। ওই সময়ও বাংলাদেশের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়।
বাংলা৭১নিউজ/সিএইস