ঝিনাইদহে যুবদল নেতা লিটন মণ্ডলকে কুপিয়ে জখম করার ঘটনায় পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ বিশ্বাসকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মামলা করেছে আহতের পরিবার।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার পরই শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করে নেতাকর্মীরা। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনার সঠিক বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার সকালে যুবদল নেতা লিটন মণ্ডলকে কুপিয়ে আহত করার ঘটনায় শহরের জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে জেলা যুবদলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে প্রবেশ করতে চাইলে সদর থানার সামনে বাধা দেয় পুলিশ। সেসময় নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে রাস্তায় বসে বিক্ষোভ ও ঘটনার সঠিক বিচার চেয়ে নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।
সেখানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম কামরুজ্জামানসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এদিকে ইউপি চেয়ারম্যানের নামে মামলার পর রাত ৮টার দিকে শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সেসময় সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ওবায়দুর রহমান ও আনোয়ার হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ১৩ জুলাই সন্ধ্যায় পাগলাকানাই ইউনিয়ন পরিষদ এলাকায় পূর্ব বিরোধের জেরে জেলা যুবদলের সদস্য লিটন মণ্ডলকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। বর্তমানে লিটন মণ্ডল ঢাকার মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাংলা৭১নিউজ/এসএইচবি