বাংলা৭১নিউজ, ডেস্ক: মাত্র কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাঁচ নম্বরে উঠে আসছে।
কিন্তু আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ দলের অবস্থান এখনো সাত নম্বরেই রয়েছে। তবে, আগের চেয়ে রেটিং পয়েন্ট বেড়েছে।
এই মূহুর্তে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আর ভারতের অবস্থান চার নম্বরে। বাংলাদেশের পরেই র্যাঙ্কিংয়ে জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের।
এদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থান নয় নম্বরেই রয়েছে। তবে, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এখনো বাংলাদেশ আফগানিস্তানের পেছনে অর্থাৎ ১০ নম্বরে রয়েছে।
বাংলা৭১নিউজ/তথ্যসূত্র:বিবিসি