মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

আইজিপিকে ডেপুটি প্রধানমন্ত্রীর মর্যাদা দেয়া উচিত: হাফিজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ১৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, আইজিপিকে ডেপুটি প্রধানমন্ত্রীর পদমর্যাদা দেয়া উচিত। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংহতি সমাবেশে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এই সংহতি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি (ইরান)।

মেজর হাফিজ বলেন, ‘কালকে দেখলাম পুলিশের আইজিকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়েছে। আমিতো মনে করি, তাকে অবমূল্যায়ন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে একটি পুলিশি রাষ্ট্র, এই রাষ্ট্রের পুলিশ প্রধানকে ডেপুটি প্রধানমন্ত্রীর মর্যাদা দেয়া উচিত।’

তিনি বলেন, ‘এই পুলিশি রাষ্ট্রে জনগণের কোনো মৌলিক অধিকার নেই। বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা নেই। শিক্ষাঙ্গনে চলছে ব্যাপক নকল আর অনিয়ম।’

‘অবৈধ সরকারের’ বাজেটে জনগণের কোনো প্রত্যাশা মিটবে না দাবি করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘এই বাজেটের মাধ্যমে আগামী দিনে আওয়ামী লীগ একটি পরিকল্পিত কারচুপির নির্বাচন করতে যাচ্ছে। দলীয় নেতাদের চাঙ্গা করার জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে উৎকোচ দেয়া হবে। এতে জনগেণর কোনো কল্যাণ সাধন হবে না।’

এসময় তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার মুক্তি কার কাছে চাইব? দেশে কি কোনো বিচার ব্যবস্থা আছে, আইনের শাসন আছে? নেই। দেশে যে আইনের শাসন নেই তার প্রধান প্রমাণ হলো প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’

বিচার বিভাগের প্রতি আবেদন জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আপনারা আপনাদের মেরুদণ্ড শক্ত করুন। আপনারা আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য শপথবদ্ধ। আপনারা রাজনৈতিক দলের দিকে তাকাবেন না। বিনা অপরাধে খালেদা জিয়াকে কারা-অন্তরীণ করা হয়েছে। তিনি অসুস্থ, তার প্রতি আপনারা সুবিচার করুন।’

মেজর হাফিজ আরও বলেন, ‘এই মুহূর্তে সর্বসম্মতভাবে ঘোষণা করতে চাই- খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি এবং ২০-দলীয় জোট কোনো নির্বাচনে যাবে না। স্পষ্টভাবে ঘোষণা করতে চাই- আওয়ামী লীগ সরকারের অধীনেও বিএনপি নির্বাচনে যাবে না।’

তিনি বলেন, ‘যদি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হয়, আমরা নির্বাচনে যাব না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নেমেছি, রাজপথে আরও শক্তভাবে নামবো। আমরা অপেক্ষা করে আছি সরকারের বোধদয় হয় কিনা।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘গাজীপুরের সিটি নির্বাচন পর্যন্ত আমরা দেখবো। তারপর ঈদের পর আমরা ২০-দলীয় জোট ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে আগামী দিনগুলোতে আমাদের কী করণীয় হবে। বিএনপি কোনো দুর্বল দল নয়। ২০-দলীয় জোটের পক্ষে শতকরা ৮০ ভাগ লোকের সমর্থন রয়েছে।’

লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তৈমুর আলম খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলা৭১নিউজ/এমআর

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com