বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশটি আজ বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সরেজমিন ঘুরে দেখা যায়, রাজধানীর গুলিস্তান বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। সকাল থেকে ঢাকার বাইরে থেকে আসছেন নেতাকর্মীরা। প্রচণ্ড রোদ থাকায় কর্মীরা মঞ্চের সামনে না বসলেও মঞ্চের আশপাশে অবস্থান করতে দেখা যায় তাদের।
নারায়ণগঞ্জ থেকে সমাবেশে আসা আবুল হোসেন বলেন, আমি সকালে এখানে এসেছি। প্রচণ্ড রোদের কারণে আমরা এখানে বসতেছি না। মঞ্চের পাশেই দাঁড়িয়ে আছি। নামাজের পরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেই মঞ্চের সামনে বসব।
মঞ্চে বর্তমানে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। মঞ্চে অতিথিদের জন্য ১৪টি চেয়ার রাখা রয়েছে। বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তির সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ। সমাবেশটি সঞ্চালনা করবেন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।
বাংলা৭১নিউজ/এসএইচবি