বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা মহানগরে তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত এক মামলায় খালাস, আরেক মামলায় সাজা বাতিল আলতাফ হোসেনের রংপুরে রাঙ্গা-বাবলুসহ আ. লীগ-জাপার ৩৯ নেতাকর্মীর নামে মামলা ৯৮৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি পাশের দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা সারাদেশে ৯৯.৪৩ শতাংশ গার্মেন্টসই খোলা: বিজিএমইএ বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী মালয়েশিয়ার সম্ভাবনাময় ১০ খাতে সুযোগ নিতে পারে বাংলাদেশ পুলিশ প্রশাসন-নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিন ১৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা মেলোনির সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হয়েছে মোদির হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে: ড. ইউনূস শেখ হাসিনা-কাদের-কামালের বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা আদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল র‌্যাগ দেওয়ায় ৬ শিক্ষার্থীকে মধ্যরাতে থানায় সোপর্দ পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ডিসেম্বরের মধ্যে ১১০০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে সরকার ঝিনাইদহ সীমান্তে ৬ কোটি টাকার স্বর্ণসহ আটক ২ সুস্মিতার সঙ্গে ডাল-ভাতের মতো সম্পর্ক: প্রাক্তন প্রেমিক

আ.লীগকে অচিরেই নিষিদ্ধ করার দাবি ইশরাকের

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণ সিটির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে লাগাতার সন্ত্রাস করেছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই চোর-বাটপারের দল আ.লীগকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঢাকা-১০ আসন (নিউমার্কেট, ধানমন্ডি, নিউমার্কেট ও হাজারীবাগ থানা) বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত সর্বশেষ প্রার্থী শেখ রবিউল আলমের নেতৃত্বে অবস্থান কর্মসূচী পরবর্তী শান্তি পদযাত্রায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

শান্তি পদযাত্রাটি বিকেল ৪টায় সায়েন্সল্যাব থেকে শুরু হয়ে কলাবাগান, পান্থপথ মোড়, ধানমন্ডি-৩২ ও ধানমন্ডি-২৭ হয়ে সংকর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়।

এ সময় ইশরাক বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে সন্ত্রাস করেছে। তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দিতে হবে।

তিনি বলেন, পুলিশকে পুনর্গঠন করতে হবে। দলবাজদের চাকরিচ্যুত করতে হবে। পুলিশের মনোবল যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে কাজ করতে হবে। পুলিশের ওসি, এসপি, ইউএনও-সহ বিভিন্ন পদে রদবদল করতে হবে।

শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও দু’চার জনকে গ্রেপ্তার করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, লিস্ট করে ধরে ধরে সব আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এদের আইনের আওতায় আনতে না পারলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েই যাবে।

ইশরাক হোসেন বলেন, যারা ব্যাংক-টেলিভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, তাদের প্রতিহত করতে হবে। নিরাপত্তাবাহিনী থেকে সহায়তা নিয়ে নাশকতাকারীদের ধরতে হবে। আর খেয়াল রাখতে হবে, অভ্যুত্থানকারী বিপ্লবীদের দ্বারা যেন কোনরকম সহিংসতা না হয়।

তিনি ঢাকা-১০ আসনের নেতা শেখ রবিউল আলমের সাথে একসাথে ঢাকাবাসীর পাশে মানবঢাল হিসেবে জনগণকে নিরাপদে রাখার জন্য সব সময় প্রস্তুত রয়েছেন বলে জানান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের বিএনপির সর্বশেষ ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমসহ ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com